টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের গৌর ঘোষ দধি মিষ্টান্ন ভান্ডারে ২২ অক্টোবর দুপুরে ভেজাল দইয়ের মেয়াদ না দেয়া, তেলাপোকার নাডি, বাসি মিষ্টান্ন বিক্রির দায়ে গৌর ঘোষ কে এক লক্ষ টাকা জরিমানা করেছে টাঙ্গাইল ভোক্তা অধিকার অধিদপ্তর।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের . পরিচালক আসাদুজ্জামান রোমেল । এসময় উপস্থিত ছিলেন পুলিশের সদস্যরা।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই | এধরণের অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।